Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / কৃষি সংবাদ / চট্টগ্রামে বন্যায় কৃষিখাতে ৩৯৪ কোটি টাকার ক্ষতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে বন্যায় কৃষিখাতে ৩৯৪ কোটি টাকার ক্ষতি

August 31, 2024 01:28:21 PM   শাহাদৎ হোসেন
চট্টগ্রামে বন্যায় কৃষিখাতে ৩৯৪ কোটি টাকার ক্ষতি

টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা ও নগরীর আংশিক এলাকায় কৃষিখাতে প্রায় ৩৯৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ লাখ ৫৩ হাজার ১০৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মীরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলাগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যার মধ্যে আমন, আউশ এবং সবজি বাগান উল্লেখযোগ্য।

ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন চাষ। ১ লাখ ২ হাজার হেক্টর জমির মধ্যে ৪৩ হাজার ৫০০ হেক্টর জমি বন্যায় তলিয়ে গেছে। এছাড়া সবজি বাগান এবং অন্যান্য ফসলও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মাঠ পর্যায়ের পরিদর্শনের পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।