Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩, সমর্থকদের সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩, সমর্থকদের সড়ক অবরোধ

February 15, 2025 07:27:06 PM   উপজেলা প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩, সমর্থকদের সড়ক অবরোধ

নাটোরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের সমর্থকরা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে লালপুর কলোনি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির নেতা খোকন খা ও তার দুই ছেলেকে আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর প্রতিবাদে শনিবার সকালে লালপুর থানার সামনে ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন খোকন খার সমর্থকরা। পুলিশ তাদের সরিয়ে দিলে ত্রিমোহনী এলাকায় আবারও অবস্থান নেয় তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।