Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / চলাচলের রাস্তার চরম দুর্ভোগে গুলিয়ারপাড়ার গ্রামবাসী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চলাচলের রাস্তার চরম দুর্ভোগে গুলিয়ারপাড়ার গ্রামবাসী

November 26, 2024 06:16:17 PM   জেলা প্রতিনিধি
চলাচলের রাস্তার চরম দুর্ভোগে গুলিয়ারপাড়ার গ্রামবাসী

বগুড়া সংবাদদাতা:
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়ার প্রতাপপুর পাকার মাথা থেকে গুলিয়ারপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা হাজারো মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। এলজিইডির আওতাভুক্ত রাস্তাটির আইডি নম্বর ১১০৫৪৫০২৯ এবং দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। এটি নিকটস্থ পাঁচপীর মাজার বাজার এবং সুনামধন্য আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের সঙ্গে এবং জেলা শহর বগুড়ার যাতায়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিদিন কৃষক, দিনমজুর, পথচারী, ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে। তবে বর্ষার কারণে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ও কাদায় ভরা অবস্থার ফলে ফসল পরিবহন থেকে শুরু করে জরুরি রোগী পরিবহন পর্যন্ত সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, রাস্তার বেহাল দশার কারণে কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চরম বিপাকে পড়ে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিভিন্ন স্থানে এমন গর্তের সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। জরুরি রোগী বা গর্ভবতী মায়েদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, ফলে অনেক সময় তারা জরুরি সেবা থেকে বঞ্চিত হন।

এলাকার জনগণের দাবী, রাস্তার দ্রুত সংস্কার এবং পাকাকরণের মাধ্যমে তাদের এই দুর্ভোগ লাঘব করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।