
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
ফেসবুকে রেলওয়ের ভুয়া মহাপরিচালক সেজে প্রতারণা করায় একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ওয়াজকুরনী ওরফে সাব্বির নামের এক তরুণকে গতকাল শুক্রবার রাতে চিলহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের বড় জুম্মাপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। সে চিলাহাটির বড় জুম্মাপাড়া এলাকার মোস্তফার ছেলে।
মামলা সূত্রে জানা যায়- বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। ঐ আইডি দিয়ে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ নানা অপরাধমূলক প্রতারণার কথা বলে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন প্রতারক চক্রের সদস্যরা।
ঘটনাটি নজরে আসে রেলওয়ে এক পুলিশ সদস্যের। বিষয়টি পরে সৈয়দপুর রেলওয়ে থানা ওসিকে অবহিত করেন। ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (৩১ মে) ভোরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির জুম্মাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুরে রেলওয়ে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার (উপ পরিদর্শক) এসআই শফিউল ইসলামের নেতৃত্বে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী সাব্বির কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় অপরাধ কাজে ব্যবহৃত তার কাছে থাকা রেডমি নোট ১০ লাইট মডেলের একটি এন্ড্রোয়েট মোবাইলফোন, একটি নোকিয়া বাটন মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়। পরে এ ঘটনায় একটি মামলা করেন এসআই শফিউল ইসলাম।
সৈয়দপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে- আটক ব্যক্তিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।