
নাজমিন আক্তার:
মৌলভীবাজারের কমলগঞ্জে চাম্পারাই চা-বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বনবিভাগ। চাম্পারাই বাগানে সুজন মুন্ডার বাড়িতে রাত নয়টার দিকে কুকুরের তাড়া খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে ওই বানর।পরবর্তীতে স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ)- এর সহযোগিতায় উদ্ধার করা হয়।
এসইডব্লিউ সুত্রে জানা যায়, গত মধ্যরাতে তাদের দলের সদস্য রুপক দাসের মাধ্যমে তারা ওই প্রাণীটির খবর পান।
চাম্পারাই বাগানে সুজন মুন্ডার বাড়িতে রাত ৯টার দিকে কুকুরের তাড়া খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে ওই বানর। স্থানীয়রা কেউ এটিকে চিনতে পারেনি।
খবর পেয়ে এসইডব্লিউ টিম সুজন মুন্ডার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাকে না পেয়ে তার আত্মীয় লক্ষণ মুন্ডার সাথে যোগাযোগ করে প্রাণীটিকে সুরক্ষিত রাখার অনুরোধ জানায় তারা।
এরপর সকালে বন বিভাগের সহায়তায় এসইডব্লিউ-এর সোহেল শ্যাম ও অদ্রি বর্মণ ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও ফরেস্ট গার্ড সুব্রত সরকার। সুজন মুন্ডার বাড়িতে গিয়ে তারা খাঁচায় আবদ্ধ ওই লজ্জাবতী বানরটি দেখতে পান।
লজ্জাবতী বানরের ইংরেজি নাম Bengal slow loris বা Northern slow loris। বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। বানরটি উদ্ধার করার পর লাউয়াছড়া রেস্কিউ সেন্টারে রাখা হয়।
এসইডব্লিউ-এর প্রধান সমন্বয়ক সোহেল শ্যাম জানান, ‘লজ্জাবতী বানর বনের উঁচু গাছে থাকা প্রাণী। পথ ভুল করে এবং বাড়িতে ফল গাছ থাকায় হয়ত প্রাণীটি নিচে নেমে এসেছিল।’
বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটির সুস্থতা নিশ্চিত হলে বনে অবমুক্ত করে দেওয়া হবে।