Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ‘ছাগল-কাণ্ড’: দেশ ছেড়ে পালালেন মতিউর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘ছাগল-কাণ্ড’: দেশ ছেড়ে পালালেন মতিউর

June 24, 2024 02:37:01 PM   স্টাফ রিপোর্টার
‘ছাগল-কাণ্ড’: দেশ ছেড়ে পালালেন মতিউর

‘ছাগল-কাণ্ডে’র ঘটনায় এবার দেশ ছেড়ে পালিয়েছেন মো. মতিউর রহমান। গতকাল রোববার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পালিয়ে গেছেন তিনি। বিষয়টি জানান তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা।

বিগত কোরবানির ঈদে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ‘ছাগল কেনা’ ইস্যুতে তোপের মুখে পড়েন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান। দেশজুড়ে তুমুল আলোচিত হতে থাকেন এই কর্মকর্তা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (কাস্টমস, এক্সাইজ) ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মো. মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়।

তাকে এখন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালক পদও হারিয়েছেন তিনি।

২০০৯ সালে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার থাকার সময় মতিউর রহমানের উত্থান। পরবর্তীতে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাটের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সময় বিভিন্ন কম্পানিতে ভ্যাট দাবি করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ধরনেরই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউরের বিরুদ্ধে অনুসন্ধানে এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি সংস্থা দুটি।