Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

April 21, 2025 07:49:05 PM   অনলাইন ডেস্ক
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান। এছাড়া মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদল শাখা ও পৌর শাখার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কামরুল হাসান বলেন, "আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, নয়তো বিগত দিনের মতো রাজপথে কঠিন আন্দোলন গড়ে তুলবো।"

জাকির হোসেন বলেন, "আমার ভাইকে কবরে রেখে খুনিরা ঘুরে বেড়াবে, তা হতে দেওয়া হবে না। অনতিবিলম্বে খুনিদের আইনের কাঠগড়ায় দেখতে চাই, নয়তো কেন্দ্রের নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলবো।"

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঢাকায় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।