Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: হুমকির অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: হুমকির অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার

October 28, 2024 07:17:16 PM   অনলাইন ডেস্ক
ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: হুমকির অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় স্থানীয় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে মামলা দায়েরের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা হলেন ইত্তেফাকের জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। তারা রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন মোস্তফা তারেক ইকবাল, যা তার মৃত্যুতে রূপ নেয়। গুরুতর অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত সাংবাদিকরা তাকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি করছিলেন, যা তাকে চরম মানসিক চাপে ফেলেছিল। ওই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল এবং ওই বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। তবে রবিবার দুপুরে এক কথাকাটাকাটির পর ঘটনাটি ঘটে।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার জানান, প্রাথমিক তদন্তে হুমকি-ধামকির সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি আরও তদন্তাধীন রয়েছে।