Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ছেলের কোপে বাবার মৃত্যু, হার্ট অ্যাটাকে মারা গেল ঘাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছেলের কোপে বাবার মৃত্যু, হার্ট অ্যাটাকে মারা গেল ঘাতক

March 23, 2025 10:10:45 PM   স্টাফ রিপোর্টার
ছেলের কোপে বাবার মৃত্যু, হার্ট অ্যাটাকে মারা গেল ঘাতক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নে ছেলের এলোপাথারি কোপে বাবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় হত্যাকারী ছেলে রুবেল মোল্লা (৩২)-এরও মৃত্যু ঘটে।

ঘটনায় নিহতরা হলেন নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আব্দুল হামিদ এর ছেলে মোঃ মকবুল হোসেন মোল্লা (৫৫) এবং হত্যাকারী রুবেল মোল্লা (৩২)।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ) ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু ঝামেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে এলোপাথারি কোপে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত মকবুল হোসেন মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, রুবেল মোল্লার কোন খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে ছেলের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ছেলের মৃত্যু সম্পর্কে পুলিশ জানিয়েছে, ছেলের লাশের সুরতালে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার (ওসি) মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা দৈনিক দেশের পত্রকে বলেন, "সন্ধ্যায় মুক্তারের চরে পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে এলোপাথারি কোপে হত্যা করেছে। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, অভিযোগের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"