
গাজীপুরে ছেলের চাকরির প্রার্থনা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক নারী। ঘটনার পর ভুক্তভোগী বাসন থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৬ মার্চ) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় নিজ বাসা থেকে অভিযুক্ত মাসুদ হাসানকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ হাসান (৪৭) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর, ইটাহাটা এলাকার আব্দুস সামাদের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে আগেই পরিচয় ছিল মাসুদ হাসানের। পরিচয়ের সূত্র ধরে ওই নারী তার ছেলের চাকরির জন্য সাহায্য চাইলে মাসুদ হাসান তাকে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি তাকে নিজের মালিকানাধীন ইটাহাটা এলাকার ইয়োন নীট কম্পোজিট ফ্যাক্টরিতে আসতে বলেন। সেখানে পৌঁছালে মাসুদ হাসান তাকে অফিস কক্ষে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী নারী চিৎকার করলে তিনি তাকে প্রাণনাশের হুমকিও দেন।
গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।