
ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আমির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. বাকিবুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে ভাটারা থানার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. উজ্জল ইসলাম। তিনি ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল কাদের শিবু মিয়া।
কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন মো. মিরাজ হোসেন মিলু (সিনিয়র সহ-সভাপতি), রুহুল আমিন মুকুল (সহ-সভাপতি), এবং সেলিম মোল্লা (সহ-সভাপতি)।
কমিটিতে ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে।