Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবি ছাত্রী হলের কক্ষ থেকে যুবক আটক, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাবি ছাত্রী হলের কক্ষ থেকে যুবক আটক, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

January 19, 2025 11:15:21 AM   অনলাইন ডেস্ক
জাবি ছাত্রী হলের কক্ষ থেকে যুবক আটক, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

এ ঘটনায় সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১)। তিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানার বাসিন্দা।

হল কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষের এক ছাত্রী ওই যুবককে রাত আনুমানিক ১০টার দিকে প্লাজু, প্যান্ট ও মুখে ঘোমটা দিয়ে হলে নিয়ে আসেন। তার পোশাক ও হাঁটার ধরন সন্দেহজনক হওয়ায় কয়েকজন ছাত্রী বিষয়টি হল সুপারকে জানান।

হল সুপার নাদিয়া সুলতানা বলেন, “মেয়েরা বিষয়টি আমাকে জানানোর পর আমি একজন নারী কর্মচারীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর কক্ষে যাই। দরজা খোলার পর যুবককে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে প্রাধ্যক্ষকে জানাই।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, “ঘটনাটি তদন্তের জন্য প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে। অভিযুক্ত নারী শিক্ষার্থীর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আটক যুবক আশরাফুল ইসলাম দাবি করেন, “আমার সঙ্গে ওই ছাত্রীর সাত বছরের বন্ধুত্ব। হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে প্রবেশের সময় চাদরে মুড়িয়ে এসেছি।”

নারী শিক্ষার্থী বলেন, “সে হিম উৎসবে গিয়েছিল। রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি। আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না।” তবে তার স্বামীকে ফোন দেওয়া হলে তিনি ওই যুবককে চেনেন না বলে জানান।

ঘটনার পর নওয়াব ফয়জুন্নেসা হলের শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রাত দেড়টার দিকে বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, হলের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং এমন ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।