
জাবি প্রতিনিধি:
প্রতিবছরের ধারাবাহিকতায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজন করে ইফতার মাহফিল ও সায়েন্টিফিক টক-২০২৫।
সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গ্যালারিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোরআন ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে ক্লাবের সাধারণ সম্পাদক মুসার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক মো. সালেকুল ইসলাম বলেন, কোরানে সায়েন্স নেই, কিন্তু সিন আছে। কোরআন মানুষকে চিন্তা ও গবেষণার এক অতল সাগরে নিয়ে যায়। এ সময় তিনি কোরানের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দেন।
সেমিনারে প্রধান আলোচক প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল্লাহ হেল বাক্বী বলেন, সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন, যা আমাদের জন্য এক অনন্য সম্মান ও দায়িত্ব বহন করে। আমরা যেমন কোনো ব্যবহার্য বস্তু নষ্ট হলে তা মেরামত করি, তেমনই আমাদের আত্মা ও চরিত্রের পরিশুদ্ধির জন্যও একটি সুযোগ প্রয়োজন। রমজান মাস সেই বিশেষ সময়, যখন আমরা আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাধ্যমে নিজেদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
এর আগে উদ্বোধনী বক্তব্যে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে সায়েন্স ক্লাব আয়োজন করেছে ইফতার মাহফিল এবং সায়েন্টিফিক টক অনুষ্ঠান। আমরা বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে ইসলামের মৌলিক ইবাদত সিয়ামের বৈজ্ঞানিক তাৎপর্য এবং কোরআন ও বিজ্ঞানের মধ্যে আন্তঃসম্পর্ক বুঝতে আমাদের এই প্রয়াস। জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞানভিত্তিক জাতি গঠনে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের সৃষ্টিশীল মেধার উন্মেষ ঘটাতে আমরা কাজ করে যাব।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ক্লাবের কো-হেড তারেক আহমেদ, যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করেন কো-হেড অব এইচআরএম উম্মে আফসানা জাহান লাবিবা এবং যুগ্ম-কোষাধ্যক্ষ মো. ফারওয়াহ মুনজির রাফিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি, অধ্যাপক ড. মীর তামজিদ রহমান, ক্লাবের সাবেক সভাপতি শাকিল ইসলাম, তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক আল মামুন সহ প্রমুখ।