Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও কোরআন বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও কোরআন বিতরণ

March 17, 2025 02:40:54 AM   অনলাইন ডেস্ক
জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও কোরআন বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফয়সল হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসায় অধ্যয়নরত দশজন এতিম হাফেজের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পাসের রিকশাচালক ও অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান বলেন, "ইফতারে ধনী-গরিবের কোনো ভেদাভেদ নেই। আমরা একসঙ্গে বসে ইফতার করে নিজেদের সুখ-দুঃখ ভাগ করে নিচ্ছি। সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্যই আমাদের এ আয়োজন।"

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সল হোসেন বলেন, "দীর্ঘ ১৫ বছর ছাত্রদল নানা ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে। তবুও আজ সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসার এতিম হাফেজ ও রিকশাচালকদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমাদের ইফতার আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে, যা আমাদের জন্য বড় প্রাপ্তি।"

তিনি আরও বলেন, "আমাদের এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"