
শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষ থেকে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার কুদ্দুস খালাসির ছেলে ছাব্বির (১৮) এবং আবু কালাম চোকদারের ছেলে সজল চোকদার (৩৭)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সজল চোকদার ছুটি কাটাতে মাসখানেক আগে দেশে ফেরেন। তার সঙ্গে একই এলাকার মজিদ সরদারের ছেলে নুর আলম সরদারের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। দেশে ফিরে সজল নুর আলম ও তার লোকজনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) গঙ্গানগর বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে সজলকে রাস্তা আটকে মারধর করে নুর আলম সরদারপন্থীরা। এরপর রবিবার তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় সজলের সমর্থক ছাব্বির নিজেই আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেছেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম মেম্বার এলাকার আধিপত্য বজায় রাখতে সজলকে দিয়ে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন। এর জের ধরেই হামলার ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে নুর আলম সরদার বলেন, তিনি ঘটনার সময় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান জানান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, সেনাবাহিনী, র্যাব, ডিবি এবং পুলিশের একাধিক টিম।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অনেক পুরুষ সদস্য গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন।