Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

April 29, 2025 08:32:22 PM   অনলাইন ডেস্ক
জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মোনেজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের গোঁয়ালগাঁও ফজিলত পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোনেজা আক্তার গোঁয়ালগাঁও ফজিলত পাড়ার সামিউর হাজীর ছেলে ইস্রাফিলের স্ত্রী এবং বাট্রাজোড় নতুন পাড়া এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বসতঘরে মোনেজা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, পারিবারিক কলহ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।