Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জুলাই বিপ্লবে আহতদের সম্মানে কুবি শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুলাই বিপ্লবে আহতদের সম্মানে কুবি শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল

March 14, 2025 01:32:30 AM   অনলাইন ডেস্ক
জুলাই বিপ্লবে আহতদের সম্মানে কুবি শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোজেহারুল ইসলামের সঞ্চালনায় কোটবাড়ির একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. উসামা রাইয়ান। বিশেষ অতিথি হিসেবে কুবি শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি শাহাদাত হোসাইন বলেন, "সারা পৃথিবীর সামনে যা কিছু হবে তা বুদ্ধি দিয়ে প্রতিহত করতে হবে। ইসলামি ছাত্র শিবির শান্তি চায়। আমাদের বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। এদেশে ইসলাম একটি সৌন্দর্য, শান্তি। সবাই ইসলামের পন্থা অবলম্বন করে চললে আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। সকলের সহযোগিতার মাধ্যমে আগামীর ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

কুবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহি বলেন, "আমাদের এ ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সহযোগী সংগঠনসমূহের যেসব নেতৃবৃন্দ এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ছাত্র শিবিরের সকল কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। ইসলামি ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।"

তিনি আরও বলেন, "ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্র শিবির সবসময় প্রথম সারিতে ছিলো। মেধা, সততা ও ইসলামি ভাবধারায় শিক্ষার্থীদের গঠন করতে ইসলামি ছাত্র শিবির ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা, গবেষণা প্রণোদনা ও বিভিন্ন শাখায় কাজ করে যাচ্ছে কুবি শাখা ছাত্র শিবির।"

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।