Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / জুড়ী উপজেলা হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি আক্কাছ, সম্পাদক ইকবাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

জুড়ী উপজেলা হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি আক্কাছ, সম্পাদক ইকবাল

September 29, 2024 09:34:29 PM   উপজেলা প্রতিনিধি
জুড়ী উপজেলা হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি আক্কাছ, সম্পাদক ইকবাল

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
সম্প্রতি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারে কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজার হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। শাহীন হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মোঃ আক্কাছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঐকতান শিল্পী গোষ্ঠী-জুড়ীর সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম কাজল, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম.এ মহসিন মুহিন এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারী কয়ছর।

সভায় হোটেল ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি সংগঠন গঠন করা হয় এবং ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন শাহীন রেস্টুরেন্ট এন্ড হোটেলের মালিক মোঃ আক্কাছ মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বনলতা মিষ্টিঘরের মালিক মোঃ ইকবাল হোসেন।

অন্যান্য পদে মনোনীতরা হলেন: সহ-সভাপতি- শ্রী রামকৃষ্ণ পাল, মোঃ কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম সিরাজ, কোষাধ্যক্ষ- প্রাণকৃষ্ণ পাল, দপ্তর সম্পাদক- বেলাল আহমদ, প্রচার সম্পাদক- কাউছার আহমদ রুবেল, সদস্য- শ্যামল মোদক, সুবোধ দে, মোসলেম উদ্দিন, মাসুক মিয়া, আলকাছ আলী, বিধান দাস, আব্দুল মুমিন, জিলান মোহাম্মদ, বিধান দেবনাথ, শাহীন আহমদ।