Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্র কাফির মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্র কাফির মরদেহ উদ্ধার

April 26, 2025 09:52:08 PM   অনলাইন ডেস্ক
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্র কাফির মরদেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৯ দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকারের (৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ের ঝোপঝাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাফি খন্দকার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল কাফি। সন্ধ্যার আগে অন্যরা বাড়ি ফিরলেও কাফি আর ফেরেনি। পরে পরিবার অনেক খোঁজাখুঁজি করে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও তার কোনো খোঁজ পায়নি। শনিবার দুপুরে গ্রামবাসীরা পুকুরপাড়ের ঝোপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির পরিবারের দাবি, কাফিকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ জানান, শিশুটির মরদেহ পচে গলে যাওয়ায় মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।