
আমিনুর রহমান, আক্কেলপুর সংবাদদাতা:
জয়পুরহাট পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধ কর্নার "গৌরবময় স্বাধীনতা" এর শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট পুলিশ লাইন্সে নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার "গৌরবময় স্বাধীনতা" এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর ও ইতিহাস সমৃদ্ধ মুক্তিযুদ্ধ কর্নার "গৌরবময় স্বাধীনতা" প্রতিষ্ঠার জন্য পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত সকলকে নিয়ে "গৌরবময় স্বাধীনতা" মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় রণাঙ্গনের মুক্তিযুদ্ধের ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ কর্নারে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের ইতিহাস ফুটিয়ে তোলা হয়।এতে পুলিশ লাইন্সের অফিসার ফোর্সের এবং সাধারন জনগনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাবে।
এসময় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন, জয়পুরহাট পুলিশ লাইন্সের অভ্যন্তরে "গৌরবময় স্বাধীনতা" নামে যে দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর ও ইতিহাস সমৃদ্ধ নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার করা হয়েছে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।পুলিশ সদস্যসহ আপামর জনগণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
"গৌরবময় স্বাধীনতা" নামের এই মুক্তিযুদ্ধ কর্নার থেকে পুলিশ সদস্যসহ আপামর জনগণ মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে পারবেন। এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাই একসাথে কাজ করতে হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে বলিষ্ঠ অবস্থান নিতে হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে বিতাড়িত করে আমাদের জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, জয়পুরহাট জেলা পুলিশের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধের চেতনাকে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যদের মধ্যে ছড়ানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ এবং জনাব এ্যাড: সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১ ও সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়, প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট, জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পুলিশ সুপার, বগুড়া, জনাব মোঃ আরিফুর রহমান রকেট, প্রশাসক, জেলা পরিষদ ও সভাপতি, জেলা আওয়ামীলীগ, জয়পুরহাট, জনাব এস এম সোলায়মান আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ ও সহ সভাপতি, জেলা আওয়ামীলীগ, জয়পুরহাট, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র, জয়পুরহাট পৌরসভা, আরো অনেক সরকারী কর্মকর্তাবৃন্দ ও নেতৃবৃন্দসহ আরো অনেকে।