
শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের হাতে আজিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত আজিম পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে। রোববার (১৬ এপ্রিল) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধে রোববার সন্ধ্যায় মালীয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মেহেদি ওরফে ভুটান তার চাচাতো ভাই আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই ঘাতক মেহেদীকে পুলিশ আটক করে।