Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

January 02, 2025 08:14:43 PM   উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সংস্থার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, অ্যাডভোকেট নাছির উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সিডিপির কো-অর্ডিনেটর পারভিন নাহার, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইসহাক আলী এবং সামাজিক সংগঠনের আহ্বায়ক গাউস গোরকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সাকিব মোহাম্মদ আল হাসান, হেব্বী গ্রুপের পরিচালক জিহান লেমন, সময় টিভির স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভের সভাপতি শাহিন আলম সায়েম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রশিক্ষক সোহানা খাতুন, নারী উদ্যোক্তা রত্না খাতুন এবং উদ্যোক্তা আনোয়ার পারভেজ মাসুমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সংস্থার ২০ বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে।