
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউমোনিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
আব্দুল হাইয়ের ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) আব্দুল হাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।
এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর শোনার পর ঝিনাইদহ শহরের আরাপপুর তার বাসায় নেতাকর্মীরা ছুটে আসেন।
এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। তার জানাজা ও দাফনের বিষয়টি পরিবার থেকে এখনো নিশ্চিত করা হয়নি।