
শৈলকূপা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জিব আলম সিদ্দিকী সমি’র ব্যক্তিগত উদ্যোগে নারীদের মাঝে ঈদ উপহার হিসাবে সদর উপজেলার ৩টি ইউনিয়ন ৯নং পোড়াহাটি, ১০নং হরিশংকরপুর ও ১১নং পদ্মাকর ইউনিয়নে ৩ হাজার ৫শ’ শাড়ি বিতরণ করেন।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে ৫’শত,মধুপুর বাজারে ৫’শত ও বিজয়পুর বাজারে ৫’শত নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগ নেতা আলহাজ্ব বাসের আলম সিদ্দিকী, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, ১১ নং পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, সদর উপজেলা যুবলীগ নেতা আরিফ মোল্লা, পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, পদ্মাকর ইউপি সদস্য আল-আমীন, সাজেদুল ইসলাম, হরিশংকরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিকু জোয়ার্দার, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ও আলম হোসেন।
এছাড়া ১১নং পদ্মাকর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে ও মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১’হাজার নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অপরদিকে ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে ও বাকড়ী বাজারে ১ হাজার নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদের আগে ঈদ উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন বয়সী নারীরা।