
ঝালকাঠি সংবাদদাতা:
গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগরপুরে হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলাজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিভিন্ন ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সদর উপজেলায় প্রতিবাদী জনতার ব্যানারে ফায়ার সার্ভিস রোড থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান, ছাত্র ইউনিয়ন নেতা আসিফ, বৈষম্যবিরোধী ছাত্র নেতা আতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কাঠালিয়া উপজেলার বীনপানি বাজারে সর্বস্তরের মানুষের ব্যানারে ঘণ্টাব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়রা কাঠালিয়া-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মিছিল বের করে।
নলছিটিতে ধর্মপ্রাণ মুসলমানরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন।
রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বেলাল হাফসী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। এই নিপীড়ন বন্ধ না হলে কয়েক দশকের মধ্যে ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”
বক্তারা আরও বলেন, “ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওরঙ্গজেবের মাজার ভাঙার চক্রান্তসহ মুসলিম নিদর্শনসমূহ ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। বিশ্ব মানবতাবাদীদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”