Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ

April 23, 2025 08:17:58 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে খাবার পানি সংকট, বালতি-কলস হাতে বিক্ষোভ

পানির দাবিতে কলস ও বালতি হাতে ঝালকাঠি পৌরসভা ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌরসভার মূল ফটক ঘেরাও করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ। পরে তারা ঝালকাঠি প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। বক্তারা বলেন, আমরা প্রায় ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভুগছি। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ দেখিনি। বাধ্য হয়ে বালতি, মগ ও কলস হাতে নিয়ে আমরা রাস্তায় নেমেছি।

তারা আরও বলেন, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অল্পবিস্তর পানি সরবরাহ থাকলেও ৯ নম্বর ওয়ার্ডে দিনের পর দিন এক ফোঁটা পানিও মেলে না। এই অব্যবস্থাপনায় আমাদের নিত্যকার জীবনধারাই যেন থমকে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগানসহ পৌরসভার বিভিন্ন মহল্লায় কয়েক মাস ধরে খাবার পানির সংকট চরম আকার ধারণ করেছে। প্রায় দুই বছর ধরে এসব এলাকার বাসিন্দারা দিনের অধিকাংশ সময় পানির দেখা পান না। গ্রীষ্মের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে খাওয়া, গোসল, রান্না, এমনকি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি পালনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, নষ্ট পাম্প, জরাজীর্ণ পাইপলাইন এবং পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, ‘নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজানোর কাজ দ্রুত শুরু হবে। এতে করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।’