Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

April 28, 2025 08:28:32 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান আসমা আক্তার। কাজ শেষে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আসমা আক্তার একই এলাকার রুবেল মাঝির স্ত্রী। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং পরে মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দপদপিয়া এলাকায় আসমা নামের এক গৃহবধূ বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী সবকিছু সম্পন্ন করা হবে।