Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

April 28, 2025 08:22:20 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি সংবাদদাতা::
ঝালকাঠিতে মিজান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে সদরের কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিজান ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।

মিজানের বড় ভাই রাজু জানান, গতকাল রোববার (২৭ এপ্রিল) রাতে মিজান পরিবারের কাছে কিছু টাকা চেয়েছিলেন। পরে তাকে কিছু টাকা দেয়া হলেও সন্তুষ্ট না হয়ে অভিমানে বাসা থেকে বেরিয়ে যান এবং আর ফেরেননি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, খালে কাদায় লেপটানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই মোহনার দক্ষিণ-পূর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিল না। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানিতে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মিজানের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।