
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব রাজাপুর এলাকার অটোরিকশাচালক বাবুলের (৬২) স্ত্রী রোজিনা বেগমের (৫০) কাছ থেকে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর স্বামী বাবুল জানান, তিনি ব্যক্তিগত কাজে ঝালকাঠি ডিসি অফিসে যান। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে ঘটনা সম্পর্কে জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
গৃহবধূ রোজিনা জানান, ১৮ মার্চ তিনি ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। ১৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে বাসা থেকে বের হয়ে অগ্রণী ব্যাংকের দিকে রওনা হন। পথিমধ্যে বাসা থেকে প্রায় ১২০ ফুট দূরে হঠাৎ করে একটি মোটরসাইকেল তার পিছন থেকে এসে থামে। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে রাস্তার অপর পাশ থেকে আসা আরেক ব্যক্তির সঙ্গে কোলাকুলি করে বলেন, “কুমোরউদ্দীন মুসল্লির ছেলে, আপনাকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার! দোয়া করে দিন।”
তারা দুজন কথা বলতে থাকলে রোজিনা হাঁটতে থাকেন। তখন পিছন থেকে তাকে ডেকে বলা হয়, “ভাবি, কুমোরউদ্দীন মুসল্লির ছেলের দোয়া নিয়ে যান।” তিনি তখন উত্তর দেন, “পুরুষ মানুষের দোয়া মহিলা নেয় না।” এরপর তিনি সামনে এগিয়ে যান। কিন্তু একজন দৌড়ে এসে একটি রঙিন পাথর তার নাকের কাছে ধরে বলেন, “দেখেন কত সুন্দর ঘ্রাণ!” এরপর নানা কৌশলে তার বিশ্বাস অর্জন করে বাসার টাকা ও স্বর্ণালংকার আনতে বলেন। রোজিনা বাসায় গিয়ে সব নিয়ে আসেন এবং তাদের হাতে তুলে দেন।
তিনি জানান, বাসা থেকে স্বর্ণালংকার আনতে গেলে তার মেয়ে বাধা দেয়। কিন্তু তিনি তা উপেক্ষা করে সব কিছু ছিনতাইকারীদের হাতে তুলে দেন।
রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।