Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

March 23, 2025 09:05:24 PM   উপজেলা প্রতিনিধি
ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের চালানবিহীন অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে ক্রয়ের চালান ব্যবহার না করেই একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি সিগারেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস দল অভিযানে নামলে তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়।

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী বলেন, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক এগুলো জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুতরাং নকল ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।