
ভিয়েতনামে টাইফুন ইয়াগি, ভূমিধস ও বন্যার প্রভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, এ দুর্যোগে ৮২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং এখনও ৮২ জন নিখোঁজ রয়েছেন। বন্যার পানি নামার পর উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই টাইফুন গত শনিবার ভিয়েতনামের উত্তরপূর্ব উপকূলে আঘাত হানে। এক সপ্তাহ পার হলেও দেশটি এখনও এর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি।
উত্তরাঞ্চলীয় প্রদেশ লাও কাইয়ের নু গ্রামে হড়কা বানে ৩৭টি বাড়ি ভেসে যাওয়ার পর ৪১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ওই গ্রামে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, টাইফুনে লাখ লাখ শিশু তাদের বাড়িঘর হারিয়েছে। বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অভাবে তারা চরম বিপদে রয়েছে।
এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ২৮ কোটি ৫৩ লাখ ডলারের ইন্স্যুরেন্স দাবি জমা পড়েছে।