Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গী-চান্দনা চৌরাস্তা সড়কে বাড়তি চাপ, ধীরগতিতে যান চলাচল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গী-চান্দনা চৌরাস্তা সড়কে বাড়তি চাপ, ধীরগতিতে যান চলাচল

March 28, 2025 09:21:09 PM   অনলাইন ডেস্ক
টঙ্গী-চান্দনা চৌরাস্তা সড়কে বাড়তি চাপ, ধীরগতিতে যান চলাচল

শুক্রবার সরকারি ছুটি ও পোশাক কারখানাগুলোর বন্ধের কারণে সকাল থেকেই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলছে যান চলাচল।

এক যাত্রী রফিকুল ইসলাম জানান, তার স্বজনরা সকাল ছয়টা থেকে চান্দনা চৌরাস্তায় অপেক্ষা করছিলেন। তিনি মহাখালী থেকে টঙ্গী এসে দুই ঘণ্টারও বেশি সময় যানজটে আটকে ছিলেন। কিছু দূর যেতেই বারবার বাস থেমে যাচ্ছে, ফলে এখনো তিনি চান্দনা চৌরাস্তায় পৌঁছাতে পারেননি।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কিছু পোশাক কারখানা ছুটি হওয়ার পর বিকেল থেকেই কর্মীরা গ্রামের পথে রওনা হন। শুক্রবারও শ্রমিকদের ফেরার ধাক্কা সামাল দিতে গিয়ে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় দেখা গেছে, কারখানা শ্রমিকসহ অন্যান্য যাত্রীরা ছোট ছোট দলে ভাগ হয়ে বাসস্ট্যান্ডে জড়ো হচ্ছেন। পুলিশের নির্দেশনা অনুযায়ী ১০০ মিটার দূরত্ব বজায় রাখার কথা থাকলেও ব্যাটারিচালিত রিকশাগুলো তা মানছে না, ফলে সড়কে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী জানান, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে, তবে যানজটের মতো পরিস্থিতি তৈরি হয়নি।