Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

March 14, 2025 10:58:35 PM   দেশজুড়ে ডেস্ক
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একঝাঁক তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সেবামূলক প্রতিষ্ঠান “টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা” -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর তিতাস গ্যাস রোড এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর মোল্লা, সাবেক প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, উপদেষ্টা মনসুর আহমেদ ও তরিকুল ইসলাম, সাবেক সভাপতি সুজন সারোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তুফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর শেখ, অর্থ সম্পাদক নুরুজ্জামান শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, টিটন কুমার ঘোষ, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সংগঠনের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সদস্য আব্দুল্লাহ আল হাতেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।