Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ট্রেনে কাটা পরে তিন খণ্ড অজ্ঞাত ব্যক্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রেনে কাটা পরে তিন খণ্ড অজ্ঞাত ব্যক্তি

June 05, 2023 07:07:54 PM   উপজেলা প্রতিনিধি
ট্রেনে কাটা পরে তিন খণ্ড অজ্ঞাত ব্যক্তি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রেল লাইন পার হবার সময় চলন্ত ট্রেনের নিচে পরে প্রায় ৫৫ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির দেহ তিন খন্ড হয়ে গেছে। সোমবার (৫ জুন) সকাল পৌনে ৯টায় রাণীনগর রেল ষ্টেশন চত্বরে এঘটনা ঘটে।

এ ঘটনায় রেলওয়ে থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার মানিক হোসেন বলেন, সকাল পৌনে ৯টায় রাজশাহী-চিলাহাটিগামী তিতুমির এ·প্রেস ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এসময় ষ্টেশনের একটু অদুরে উত্তর পাশে প্রায় ৫৫ বছর বয়সি এক অজ্ঞাত ব্যাক্তি রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পরে মারা যায়।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত ওই ব্যক্তির দেহ তিন খন্ড হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। এছাড়া তার পরিচয় সনাক্তের জন্য কাজ চলছে।