Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / টাঙ্গাইলে উগ্রবাদ-ধর্মব্যবসার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে উগ্রবাদ-ধর্মব্যবসার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা

November 13, 2022 07:04:07 AM   জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে উগ্রবাদ-ধর্মব্যবসার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা

টাঙ্গাইলে ধর্মীয় উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাসাইল উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করে হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।

তিনি বলেন, আমরা মনেপ্রাণে আল্লাহ, নবী-রসুল, কোর’আন, কেয়ামত, জান্নাত-জাহান্নামে বিশ্বাস করি। কিন্তু আমরা জানি না আল্লাহ কেন নবী-রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, উম্মতে মোহাম্মদী হিসেবে আমাদের কাজ কী, আল্লাহর রসুল কেন আবির্ভূত হয়েছিলেন, কেন কোর’আন অবতীর্ণ হয়েছে ইত্যাদি। ফলে এক শ্রেণির স্বার্থান্বেষী লোক আমাদের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে যেতে পারছে বিভিন্ন দিকে। তিনি আরো বলেন, যে কোর’আন আরব সমাজের চেহারা পাল্টে দিয়েছিল, যে কোর’আনের হুকুম প্রতিষ্ঠা হওয়ায় সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, মাদক, ধর্ষণ ইত্যাদি মুছে গিয়েছিল, সেই কোর’আন এখন আমাদের ঘরে ঘরে রয়েছে, কিন্তু আমাদের সমাজ ডুবে আছে অন্যায় অবিচারের সাগরে। কেননা আমরা পবিত্র কোর’আন তেলাওয়াত করি সওয়াব কামাই করার জন্য, কোর’আনের হুকুম প্রতিষ্ঠার জন্য নয়। কোর’আন সম্পর্কে আমাদের আকিদা হলো- প্রতি হরফের জন্য দশ নেকি পাব এবং এভাবে প্রচুর নেকি কামাই করতে করতে আসমান জমিন ভরিয়ে ফেলব, আর তা দেখে আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। আমাদের সমাজে কোর’আনের ঐ আয়াত আদৌ কার্যকর কিনা সেটা ভেবে দেখি না।

রিয়াদুল হাসান বলেন, এই সুযোগে এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে। আজকে যে জঙ্গিবাদের সমস্যা সৃষ্টি হয়েছে, সেই জঙ্গিবাদও ধর্মবিশ্বাসকে ভুল পথে চালিত করার ফল। মানুষ ঈমান দ্বারা উদ্বুদ্ধ হয়েই এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, একে তারা জেহাদ ও কোরবানি মনে করছে। কিন্তু তাদের এই কাজ না তাদের উপকারে আসছে, না মানবজাতির উপকারে আসবে। যে বিশ্বাস বা ঈমান দুনিয়ার কাজে লাগে না, সেই ঈমান দিয়ে আখেরাতেও তাদের কোনো উপকার হবে না। এখন সময় এসেছে ঈমানকে মানবতার কল্যাণে সঠিক পথে প্রবাহিত করা। সেই পথ প্রদর্শন করছি আমরা হেযবুত তওহীদ। যারা মুক্তি চান তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হোন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মামুন পারভেজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় বাণিজ্য সম্পাদক হাসমত আলী, টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি নুর আলম হোসেন রাজন, বাসাইল উপজেলা সভাপতি মনোয়ার খান, মধুপুর উপজেলা সভাপতি মিনহাজ উদ্দিন, কালিহাতী উপজেলা সভাপতি মুন্না মিয়া, জেলা নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।