Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / টাঙ্গাইলে জানমালের নিরাপত্তা চেয়ে হেযবুত তওহীদ সদস্যদের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে জানমালের নিরাপত্তা চেয়ে হেযবুত তওহীদ সদস্যদের সংবাদ সম্মেলন

December 11, 2022 07:03:26 AM  
টাঙ্গাইলে জানমালের নিরাপত্তা চেয়ে হেযবুত তওহীদ সদস্যদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত হেযবুত তওহীদের সদস্যদের ক্রমাগত প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে প্রশাসন ও সরকারের কাছে নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। গত ৮ ডিসেম্বর টাঙ্গাইল সদরের নিরালা মোড়ের একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাস্তব ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী হেযবুত তওহীদের সদস্য জাকির হোসেন। তিনি বলেন, উগ্রবাদি একটি গোষ্ঠী টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সেখানে অবস্থানরত হেযবুত তওহীদের সদস্যদের তারা ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাঁয়তারা করছে। তারা হুমকি দিচ্ছে, হেযবুত তওহীদের সদস্যরা রাস্তায় বের হলে তাদের উপর হামলা করবে। মারধর করে এলাকাছাড়া করবে। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিবে। উগ্রবাদি গোষ্ঠীর প্রকাশ এরূপ হুমকির ফলে টাঙ্গাইলের মধুপুর এলাকার হেযবুত তওহীদের সদস্যদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা যেকোন মুহূর্তে হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এমতাবস্থায় গত ২৬ নভেম্বর টাঙ্গাইলের মধুপুর থানায় হেযবুত তওহীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। তবুও তারা আইনের তোয়াক্কা না করে গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার দিকে আনুমানিক ৩০-৪০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমাদের এক সদস্যের বাড়িতে গিয়ে তাকে রাতের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। অন্যত্থায় প্রাণঘাতি হামলা করার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা সভাপতি মো. মিনহাজ উদ্দিন। এসময় তিনি বলেন, হেযবুত তওহীদ আন্দোলনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, নারী নির্যাতন, ধর্মব্যবসা, ধর্মের অপব্যবহার, হুজুগ-গুজব, ধর্মীয় উন্মাদনা ও দাঙ্গার বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এই আন্দোলনের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী। তারা ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তাদের এ ধরনের অপপ্রচারের ফলে দেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের উপর হামলা-মামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত হেযবুত তওহীদ চারশতাধিকবার হামলার শিকার হয়েছে। হামলাকারীরা বহু বাড়িঘর লুটপাট করার পর ভস্মীভূত করেছে, শত শত কর্মীকে রক্তাক্ত, জখম ও বিকলাঙ্গ করেছে। এমন কি আমাদের পাঁচ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে পৈশাচিকভাবে হত্যা করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে আইন মান্য করা সাপেক্ষে সংগঠন করা ও মত প্রকাশের অধিকারের পাশাপাশি সম্পত্তি রক্ষার অধিকার, আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে। তাই নাগরিক হিসাবে হেযবুত তওহীদের সদস্যদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির নিরাপত্তা বিধান করার জন্য এবং কোনো গোষ্ঠী যেন হেযবুত তওহীদের বিরুদ্ধে আর অপপ্রচার, গুজব রটনা, হামলার উস্কানি ও ফতোয়া প্রদান করে আমাদের সাংবিধানিক মানবাধিকার ক্ষুণ্ণ করার সাহস না পায় সে জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম নাফে ও টাঙ্গাইল জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।