
পাবনায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে হামলা ও সুজন হত্যার বিচারে দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হেযবুত তওহীদ।
মির্জাপুর উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারেক সিদ্দিকীর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম ( নাজম), জেলা সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ওমর খান, সখিপুর উপজেলা সভাপতি মো. হুমায়ুন কবির, মির্জাপুর উপজেলা সভাপতি মো. ছানোয়ার হোসেন, মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহীন সুমন, কালিহাতী উপজেলা সভাপতি মুন্না মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে হেযবুত তওহীদ বারবার আক্রান্ত হচ্ছে। ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যার বিচার আজও হয়নি। সম্প্রতি পাবনায় হেযবুত তওহীদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হেযবুত তওহীদের কার্যালয়ে সশ্রস্ত হামলা চালিয়ে ১০জনকে আহত মারাত্মকভাবে আহত করা হয়েছে। একটা সভ্য রাষ্ট্রে একের পর এক এভাবে হত্যাকাণ্ড চলতে পারে না। সোনাইমুড়ি ঘটনার বিচার হলে আজকে পাবনায় এ ঘটনার পুনরাবৃত্তি হতো না। যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে হামলার ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন তারা সন্ত্রাসী। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।