Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

September 02, 2024 07:50:17 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংখ্যালঘু অধিকার আন্দোলন পরিষদ ঠাকুরগাঁও শাখার আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের অপরাজেয় ৭১ থেকে একটি মিছিল বের হয়ে স্লোগান দিতে দিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে অবস্থান নেয় এবং এরপর চৌরাস্তায় গিয়ে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় ও হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন, দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেওয়ার মতো ৮ দফা দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ এই দেশটা সবার। অর্পিত সম্পত্তি প্রত্যাপনের জন্য আলাদা কমিশন গঠনসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সমাবেশে সংখ্যালঘু শিক্ষার্থীসহ কয়েকশো নারী-পুরুষ অংশ নেন।