Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ডেরা রিসোর্টের বিরুদ্ধে গণশুনানি: কৃষিজমি দখল, পরিবেশ নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্...

ডেরা রিসোর্টের বিরুদ্ধে গণশুনানি: কৃষিজমি দখল, পরিবেশ নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ

April 29, 2025 08:13:47 PM   অনলাইন ডেস্ক
ডেরা রিসোর্টের বিরুদ্ধে গণশুনানি: কৃষিজমি দখল, পরিবেশ নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’র বিরুদ্ধে কৃষিজমি দখল, জমির স্বাভাবিক ব্যবহার বিনষ্ট করা এবং নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জের নেজারত শাখা থেকে ২০২৫ সালের ৩ মার্চ জারি করা ২৪৬ নম্বর অফিস আদেশের ভিত্তিতে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির উপস্থিতিতেই গণশুনানির কার্যক্রম পরিচালিত হয়।

শুনানিতে স্থানীয়রা জানান, ডেরা রিসোর্ট নির্মাণের পূর্বে এলাকাবাসীর সঙ্গে একটি এগ্রো ফার্ম স্থাপন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই উদ্দেশ্যে কৃষিজমি কেনা হলেও পরে সেখানে একটি বিলাসবহুল রিসোর্ট গড়ে তোলা হয়। এতে করে বহু মূল্যবান ফসলি জমি ধ্বংস হয়ে গেছে এবং এলাকার কৃষিনির্ভর জনগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, রিসোর্টের অভ্যন্তরে গভীর রাত পর্যন্ত মাদক সেবন, উচ্চ শব্দে গান-বাজনা এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালানো হয়, যা স্থানীয় পরিবেশ ও সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে এবং যুব সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ভুক্তভোগী কৃষক ও জমির মালিকরা জানান, অনেকে জোরপূর্বক জমি হারিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অর্থ বা ক্ষতিপূরণ পাননি। বরং দাবি তুললেই হুমকি-ধমকি, ভয়ভীতি এবং মামলা-হামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।

গণশুনানিতে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয়দের সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং লিখিতভাবে গ্রহণ করেন। তারা আশ্বস্ত করেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকাটি পুনরায় শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসবে -এই প্রত্যাশা তাদের।