Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

July 16, 2024 06:40:52 PM   নিজস্ব প্রতিবেদক
ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের চারটি শহরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এর মধ্যে ঢাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।