
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের চারটি শহরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এর মধ্যে ঢাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।