
লিজা আক্তার:
ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে গরীব-অসহায় দুই হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিশেষ অতিথি ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, রাজনৈতিক দলের কিছু উচ্ছিষ্টদের নিয়ে বিএনপি গঠিত। সেই বিএনপি আজকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে বিদেশীদের কাছে নালিশ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, বিএনপি-জামাত সরকার এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। অন্যদিকে, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল করে দিয়েছে, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে। তাই এমপি-মন্ত্রী বলেন, আর প্রশাসনিক কর্মকর্তা বলেন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, সাজা হচ্ছে।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমরা যখন মানুষের সেবা করছি তখন দেশবিরোধী শক্তি, জনগণের অর্থ লুণ্ঠনকারী দল জামাত-বিএনপি আবারও গভীর ষড়যন্ত্র করছে। বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে। বিদেশী প্রভুদেরকে নিয়ে নামি-দামি হোটেলে ইফতার পার্টি করে চলেছে।
তিনি বলেন, কোন বিদেশী প্রভু দিয়ে ক্ষমতার বদল হবে না। কে ক্ষমতায় থাকবে, না থাকবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আর এদেশের জনগণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. এনামুল হক খান, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল প্রমুখ।