
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এক নারী যাত্রী নিহত এবং চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বড়হর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী রুমা আক্তার (৪৫)। তিনি ৯ সন্তানের জননী ছিলেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও চালক আবুল হোসেন (৪০) জানান, অটোরিকশাটি ঢাকা থেকে পাকুন্দিয়া যাওয়ার পথে হঠাৎ ব্রেক ফেল করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুমা আক্তার নিহত হন। সকালে নিহতের বোন ঘটনাস্থলে এসে লাশ দেখে হাসপাতালে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি এখনও খাদে পড়ে আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া অংশে সড়ক দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। রাস্তাগুলো অনেক জায়গায় আঁকাবাঁকা হওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে। তারা এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।