
ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী মানুষের চাপ বেড়েছে। একমুখী গাড়ির চাপে ব্যস্ত হয়ে পরেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক।
ফলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপের কারণে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি করছে। কখনো আবার ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন। ফলে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে সরেজমিন দেখা যায়, টাঙ্গাইল রাবনা বাইপাস সড়ক থেকে থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ২০ কিলোমিটারেরও বেশি রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘ভোররাত থেকে সকাল পর্যন্ত সড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল ও ছোটখাটো কয়েকটি দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।’