Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় : খালিদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় : খালিদ

September 20, 2023 09:33:48 AM   জ্যেষ্ঠ প্রতিবেদক
তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় : খালিদ

সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে 'ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ' এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণিজন সম্মাননা, সাহিত্য সমাবেশ ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে জেলা ও উপজেলা সাহিত্য মেলা আয়োজিত হয়েছে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। চলছে বিভাগীয় বইমেলা উৎসব। শীঘ্রই অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও মেলা।

তিনি আরো বলেন, সবমিলিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলিম।

প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন লেখক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ হোসাইন মোহাম্মদ সেলিম। সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব ও কবি আসাদ উল্যাহ,বিশিষ্ট অভিনেত্রী ও শহীদ মুক্তিযুদ্ধার সন্তান শমী কায়সার।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি রাজিয়া রহমান পিংকী।শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক নেতা এসএম সামসুল হুদা প্রমুখ।

সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা সহ লেখক, কবি ও সংগঠকদের মাঝে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও গান,নৃত্য, আবৃত্তি পরিবেশন করা হয়।  অনুষ্ঠান উপস্থাপনা করেন রুপশ্রী চক্রবর্তী।