
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যার ফলে মহাখালীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির কারণে সড়কের দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুলশান-১ থেকে মহাখালী এবং মহাখালী থেকে গুলশান-১ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ অবস্থার কারণে মহাখালী থেকে উত্তরার দিকে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকেই সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক বিভাগ ব্যবস্থা নিচ্ছে।