Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে মহাখালীতে তীব্র যানজট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে মহাখালীতে তীব্র যানজট

January 30, 2025 05:23:50 PM   অনলাইন ডেস্ক
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে মহাখালীতে তীব্র যানজট

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যার ফলে মহাখালীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির কারণে সড়কের দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুলশান-১ থেকে মহাখালী এবং মহাখালী থেকে গুলশান-১ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ অবস্থার কারণে মহাখালী থেকে উত্তরার দিকে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকেই সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক বিভাগ ব্যবস্থা নিচ্ছে।