Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাবিতে জুলাই হামলায় জড়িত ২৫৯ ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

জাবিতে জুলাই হামলায় জড়িত ২৫৯ ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক

April 28, 2025 02:27:59 PM   অনলাইন ডেস্ক
জাবিতে জুলাই হামলায় জড়িত ২৫৯ ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫৯ জন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার এবং ৯ জন শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৪ ও ১৫ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলায় ছররা গুলি ব্যবহারের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৯ জন শিক্ষক, ২ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ১০ জন শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, ১৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে গণঅভ্যূত্থান চলাকালীন চরম নিরাপত্তাহীন অবস্থায় প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কার দায় কতোটুকু, তা যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৭ মার্চ ২০২৫ থেকে বহিষ্কৃত ২৫৯ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কার্যকর ধরা হবে।