
ঝালকাঠি সদর সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামের তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পাঠাগারের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উপদেষ্টা সদস্য মাওলানা কাওছার আলমের সভাপতিত্বে ও সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব, আলাউদ্দিন হাওলাদার, জলিল বিশ্বাস, মোশাররফ হাওলাদার, নূরমোহাম্মদ মোল্লা, আলতাফ হোসেন, সিদ্দিক হোসেন ও হেলাল হোসেন। এছাড়াও সংগঠনের সদস্য ফজলে রাব্বি, সুজন, শুভ, আবু মারুফ, ইমন আল বাকী, তামিম, শফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।