
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা। তিনি তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির অভিভাবক ক্যাটাগরির নির্বাচন দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ওইদিন মো. গোলাম মোস্তফা ১৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করে অভিভাবক সদস্য নির্বাচিত হন। পরে ১২ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে সভাপতি নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির নয়জন সদস্যের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মো. গোলাম মোস্তফা পাঁচ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রোস্তম আলী এবং সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।
এ বিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী জানান, গত ১২ এপ্রিল সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে মো. গোলাম মোস্তফাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সাত দিনের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।