Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / তেলের কারখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেলের কারখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু

September 12, 2024 08:26:55 PM   অনলাইন ডেস্ক
তেলের কারখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু

রায়হানুল ইসলাম:
বগুড়ার শেরপুরে মজুমদার লিমিটেডের রাইস ব্রান ওয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। ওই চার শ্রমিক হলেন মো: ইমরান হোসেন, মোহাম্মদ সাঈদ, মো: রুবেল উদ্দিন, মো: মনির হোসেন।  তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

জানা গেছে, কারখানার তেলের লাইন মেরামত করছিল শ্রমিকরা। ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তাতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের শজমক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।