
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকায় ৫ম শ্রেণির ছাত্র মোঃ তুষারকে (১০) অপহরণ করে তার মামা শাহরিয়ার রহমান মুক্তিপণ দাবি করেছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর যৌথ অভিযানে তাকে উদ্ধার ও শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুষার তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কদমপুর প্রাইমারি স্কুল মাঠে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। ২৪ সেপ্টেম্বর, তুষারের নানিকে একটি ইমো আইডি থেকে ফোন করে জানানো হয়, তুষারকে অপহরণ করা হয়েছে এবং প্রথমে ৭,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়, যা পাঠানোর পর অপহরণকারীরা আরও ২,০০,০০০ টাকা দাবি করে। টাকা না দিলে তুষারকে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা।
বিভিন্ন সময়ে মুক্তিপণ পরিশোধের পরও তুষারকে ফিরিয়ে না দেওয়ায় তার পরিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করে। এরপর র্যাব-১০ ঘটনাটির তদন্ত শুরু করে এবং ১৩ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে পল্টন থানাধীন কাপ্তান বাজার এলাকা থেকে শাহরিয়ার রহমানকে গ্রেপ্তার করে। শাহরিয়ারের দেখানো মতে, তার ভাড়া করা বাসা থেকে তুষারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং মুক্তিপণের ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে শাহরিয়ার স্বীকার করে, তুষারকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করে। শাহরিয়ার তুষারের মায়ের খালাতো ভাই, অর্থাৎ তুষারের মামা। গ্রেপ্তারকৃত শাহরিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।